No Internet Connection !

বাংলাদেশের অর্থনীতি

প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি? উ: কৃষি।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে কম দারিদ্র্য সীমার নিচে লোক বসবাস করে কোন জেলায়? উ: কুষ্টিয়া।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বেশি দারিদ্র্য সীমার নিচে লোক বসবাস করে কোন জেলায়? উ: ময়মনসিংহ জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় আয়ের সিংহভাগ আসে কোন খাত হতে? উ: কৃষিখাত হতে।
প্রশ্ন: মিশ্র অর্থনীতি বলতে কী বুঝায়? উ: রাষ্ট্রায়ত্ত ও ব্যক্তিমালিকানা খাতের পাশাপাশি অবস্থান।
প্রশ্ন: ব্যক্তি শ্রেণীভুক্ত করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা কত? উ: ১ লক্ষ ৮০ হাজার টাকা।
প্রশ্ন: বাংলাদেশে কোন ধরনের অর্থনীতি প্রচলিত আছে? উ: মুক্তবাজার অর্থনীতি।
প্রশ্ন: একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি কী? উ: প্রকৃত মাথাপিছু আয়।
প্রশ্ন: বাংলাদেশের রাজস্বের প্রধান উৎস কোনটি? উ: মূল্য সংযোজন কর।
প্রশ্ন: মুদ্রাস্ফীতির কারণ কী? উ: মুদ্রার যোগান বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস।
প্রশ্ন: প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে কোন কর? উ: আয়কর।
প্রশ্ন: G.D.P কী? উ: Gross Domestic Product বা মোট অভ্যন্তরীণ উৎপাদন।
প্রশ্ন:: G.N.P কী? উ: Gross National Product বা মোট জাতীয় উৎপাদন।
প্রশ্ন: সার্কভুক্ত কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নেই? উ: মালদ্বীপ।
প্রশ্ন: প্রাচীন বাংলার অর্থনীতি বিষয়ক গ্রন্থ কোনটি? উ: চাণক্য বা কৌটিল্য রচিত 'অর্থশাস্ত্র'।
প্রশ্ন: বাংলাদেশের অর্থমন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? উত্তর: Ministry of Finance.
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কি? উত্তর: ক্যাপ্টেন এম. মনসুর আলী।
প্রশ্ন: অর্থ বিভাগের ইংরেজি নাম কি? উত্তর: Finance Division (FD)।
প্রশ্ন: অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর: ২১ এপ্রিল ১৯৭৯।
প্রশ্ন: জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কিভাবে প্রতিষ্ঠা করা হয়? উত্তর: ১৯৭২ সালের ৭৬ নং প্রেসিডেন্টস অর্ডারের মাধ্যমে।
প্রশ্ন: আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কবে গঠন করা হয়? উত্তর: ৭ জানুয়ারি ২০১০।
প্রশ্ন: NBR-এর পূর্ণরূপ কি? উত্তর: National Board of Revenue.
প্রশ্ন: আর্থিক প্রতিষ্ঠান বিভাগ-এর ইংরেজি নাম কি? উত্তর: Financial Institutions Division.
প্রশ্ন: বাংলাদেশ কত সালে মুক্তবাজার অর্থনীতি চালু করে? উত্তর: ১৯৯১ সালে।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় আয়ের সিংহভাগ আসে কোন খাত থেকে? উত্তর: সেবাখাত।
প্রশ্ন: অর্থের মূল্য বলতে কি বোঝায়? উত্তর: অর্থের ক্রয় ক্ষমতা।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতি কোন প্রকৃতির? উত্তর: মিশ্র প্রকৃতির।
প্রশ্ন: VGF-এর পূর্ণরূপ কি? উত্তর: Vulnerable Group Feeding.
প্রশ্ন: GDP কি? উত্তর: Gross Domestic Product বা মোট অভ্যন্তরীণ উৎপাদন।
প্রশ্ন: ভিজিডি (VGD) কি? উত্তর: দরিদ্র মানুষের খাদ্যের ব্যবস্থা প্রকল্প।
প্রশ্ন: VGD-এর পূর্ণরূপ কি? উত্তর: Vulnerable Group Development.
প্রশ্ন: বাজেট শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? উত্তর: ফরাসি শব্দ Bougette থেকে।
প্রশ্ন: বাজেট প্রধানত কত প্রকার ও কি কি? উত্তর: ২ প্রকার- সুসম বাজেট ও অসম বাজেট।
প্রশ্ন: বিশ্বের ইতিহাসে প্রথম কবে, কোন দেশে বাজেট দেয়া হয়? উত্তর: ১৮৩৩ সালে, যুক্তরাজ্যে।
প্রশ্ন: স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট কে পেশ করেন? উত্তর: অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ (৩০ জুন ১৯৭২)।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের? উ: মিশ্র অর্থনীতি।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতির অনগ্রসরতার কারণ কী কী? উ: মূলধনের অভাব, প্রযুক্তির অভাব ও কর্ম দক্ষতার অভাব।
প্রশ্ন: VAT কী? উ: Value Added Tax বা মূল্য সংযোজন কর।
প্রশ্ন: VAT চালু হয় কত সালে? উ: ১ জুলাই, ১৯৯১ সালে।
প্রশ্ন: VAT কোন ধরনের কর? উ: পরোক্ষ কর।
প্রশ্ন: বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে? উ: ১ জানুয়ারি, ১৯৯১ সালে।
প্রশ্ন: নোবেল বিজয়ী অমর্ত্য সেনের মতে বাংলাদেশের উন্নয়নের একমাত্র উপায় কী? উ: অর্থনৈতিক ও সামাজিক সমতা।
প্রশ্ন: একটা উন্নয়নশীল দেশের কোন কোন দিকটা ভাল? উ: দ্রুত উন্নয়ন।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতি প্রধানত কিসের উপর নির্ভরশীল? উ: বৈদেশিক সাহায্যের উপর।
প্রশ্ন: টাকার অবমূল্যায়নের কারণ কী? উ: আমদানি-রপ্তানি লেনদেনের ভারসাম্য রক্ষা করা।
প্রশ্ন: মাথাপিছু আয় বলতে কী বুঝায়? উ: কোন দেশের এক বছরের মোট জাতীয় আয়কে ঐ দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকেই মাথাপিছু আয় বলে।
প্রশ্ন: একটা দেশের দরিদ্রসীমা নিরূপণ করা যায় কীভাবে? উ: স্বল্প মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান দিয়ে।
প্রশ্ন:কোন দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নেই? উ: ইসরায়েল (কোন সম্পর্ক নেই)।
প্রশ্ন: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ICB) কবে প্রতিষ্ঠিত হয়? উ: ১ অক্টোবর ১৯৭৬ সালে।
top
Back
Home
Gsearch